E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু 

২০১৫ মার্চ ১৮ ১৭:২৯:৫২
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত মুক্ত শেখ (৩৫) নামে এক যুবক বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১০ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের খলিসাখালী গ্রামের একটি সাইক্লোন শেল্টারের সামনে স্থানীয় সন্ত্রাসীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে চার হাত পা ভেঙ্গে পাঁচ বোতল ফেনসিডিল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ আশংকাজনক অবস্থায় মুক্ত নামে ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশী প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দেড়টায় তাঁর মৃত্যু হয়। নিহত মুক্ত শেখ কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চরকাঠি গ্রামের প্রয়াত বন্দে আলী শেখের ছেলে।

মুক্ত শেখের স্ত্রী নাসরিন বেগম জানান, গত ১০ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলা সদর থেকে আমার স্বামীকে ৯-১০ জন যুবক ধরে নিয়ে খলিসাখালী গ্রামের একটি সাইক্লোন শেল্টারের সামনে নিয়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেদম প্রহার করে। এতে তার দুই হাত ও দুই পা ভেঙ্গে যায়। পরে মুমুর্য অবস্থায় তার হাতে পাঁচ বোতল ফেনসিডিল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। যারা আমার স্বামীকে ওই দিন প্রহার করে তাদের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে তারা আমার স্বামীকে অমানুষিক নির্যাতন করার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, আমার স্বামী স্থানীয়ভাবে মনে প্রাণে বিএনপি’র সমর্থক ছিলেন। তার দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারনে সরকার সমর্থিত ওই চক্রটি তাঁকে এলকায় সব কাজে বাধা দিত। এক পর্যায়ে তিনি বেঁচে থাকার তাগিদে কয়েক মাস আগে স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। কিন্তু আওয়ামী লীগে যোগদান করেও তার বেঁচে থাকা সম্ভব হলো না। আমাদের ছোট দুটি সন্তান রয়েছে। এখন আমি এদের নিয়ে কোথায় যাব বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকার কারা সেদিন তাঁকে প্রহার করেছে জানতে চাইলে তিনি তার নিরাপত্তার আশংকায় তাদের নাম বলতে রাজি হননি।

কচুয়া থানার ওসি মো. শমসের আলী জানান,গত ১০ মার্চ স্থানীয় লোকজন তাঁকে পাঁচ বোতল ফেনসিডিলসহ ধরে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশী প্রহরায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দেড়টায় তাঁর মৃত্যু হয়েছে।

(একে/এএস/মার্চ ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test