E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ৭ খুন : সার্কিট হাউজে গণশুনানি চলছে

২০১৪ মে ১২ ১০:২১:১৬
নারায়ণগঞ্জে ৭ খুন : সার্কিট হাউজে গণশুনানি চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় সোমবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে গণশুনানি চলছে। এ গণশুনানি করছেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

আগামী ১৫ মে বৃহস্পতিবার একই সময়ে এ বিষয়ে আবার গণশুনানি হবে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৫ মে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সাথে ওই ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

(ওএস/এইচআর/মে ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test