E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে স্কুলের গাছ বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাত !

২০১৫ মার্চ ১৯ ১৬:১৩:২৭
গৌরনদীতে স্কুলের গাছ বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাত !

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার ২৯ নং গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি রেনট্রি গাছ গোপনে বিক্রি করে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের যোগ সাজসে প্রধান শিক্ষক লক্ষাধিক টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতকৃত টাকা অন্য খাতে প্রবাহিত করতে বিভিন্ন মহল ম্যানেজ করতে মাঠে নেমেছে ওই প্রধান শিক্ষক একেএম শফিকুল আলম।

সরেজমিন ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্কুলের একাধিক অভিভাবক জানান, স্কুল বাউন্ডারির মধ্যে বিশাল আকৃতির তিনটি রেনট্রি গাছের উপর লোপট দৃষ্টি পরে স্কুলের প্রধান শিক্ষক একেএম শফিকুল আলমের। প্রধান শিক্ষক ওই ক্যালাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিনকে ম্যানেজ করে কোন টেন্ডার ছাড়া গাছ তিনটি এক লক্ষ টাকা বিক্রি করে দেন। বিক্রিকৃত টাকা উক্ত দুইজনে আত্মসাত করেন। বর্তমানে আত্মসাতকৃত টাকা হালাল করতে স্কুলেরর ম্যানেজিং কমিটিসহ অন্যান্যদের ম্যানেজ করার চেষ্টা করছেন।

অভিভাবক এইচএম মাসুদুর রহমান ও আব্দুস ছালাম বলেন, ‘স্কুলের সরকারি কাছ কি ভাবে টেন্ডার ছাড়া প্রধান শিক্ষক বিক্রি করে তা আমাদের বোধগম্য নয়। এর সঠিক তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে যাবে।’ টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক একেএম শফিকুল আলম বলেন, স্কুল সরকারি হলেও জমি সরকারি না। তাই বিনা টেন্ডারে গাছ বিক্রি করা হয়েছে।’ অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন বলেন, আমি এখানে যোগদানের পর থেকে ওই স্কুল পরিদর্শন করিনি।’

উপজেলা শিক্ষা অফিসার মুস্তফা মাসুদ এ প্রসঙ্গে বলেন, টেন্ডার ছাড়া সরকারি গাছ বিক্রি করা যাবেনা। বিষয়টি তদন্ত পূর্বক প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(টিবি/এএস/মার্চ ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test