E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু আল-আমিনের আশ্রয় এখন আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে

২০১৫ মার্চ ১৯ ২১:৪৮:৪০
শিশু আল-আমিনের আশ্রয় এখন আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে

 

 

 

 

 

 

আগৈলঝাড়া প্রতিনিধি:রাজাপুর থেকে পাওয়া শিশু আল আমিনের আশ্রয় এখন আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে ।

 

 

আগৈলঝাড়াস্থ বরিশাল বিভাগীয় বেবী হোম (ছোটমনি নিবাস) এর উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, গত ১৬ মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর থানার আবুল মালেক মুন্সির স্ত্রী মোসা: মনোয়ারা বেগম বিকেলে তার বাবার বাড়ি যাওয়ার পথে বাঘরি নামক স্থানে পরিচয়হীন পরিত্যক্ত অবস্থায় শিশু আল আমিনকে উদ্ধার করেন। তার আনুমানিক বয়স ছয় বছর। এব্যাপারে পরদিন রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়, যার নং ৬২২।

থানা কর্তৃপক্ষ শিশুটির পরিচয় না পেয়ে রাজাপুর উপজেলার সমাজসেবা অফিসার কাম প্রবেশন অফিসারের মাধ্যমে উপ-তত্ত্বাবধায়ক, ছোটমনি নিবাস, আগৈলঝাড়া বরাবরে প্রেরণ করেন। গত ১৮ মার্চ শিশু আল আমিনের আশ্রয় হয় সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাস আগৈলঝাড়ায়।

আবুল কালাম আজাদ আরও জানান, শিশুটিকে তিনি ছোটমনি নিবাসে ভর্তি করেছেন। বর্তমানে শিমূটি সুস্থ রয়েছে। তবে শিশুটি তার নিজের নাম আল আমিন ছাড়া অন্য কোন পরিচয় জানাতে পারছেনা। শিশুটির প্রকৃত অভিভাবকরা আগৈলঝাড়ার ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক, আবুল কালাম আজাদের সাথে ০১৭১০৭৮০১১৬ বা প্রবেশন অফিসার সুশান্ত বালা ০১৭১১১৯০০৩৭ যোগাযোগ করতে পারেন।

(টিবি/এসসি/মার্চ১৯২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test