E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠিকাদারী কাজের দন্দ্বে হামলা-পাল্টা হামলা,চলছে ব্যবসায়ীদের অনির্দ্দিষ্টকালের ধর্মঘট

২০১৫ মার্চ ২০ ০০:১৫:০৫
ঠিকাদারী কাজের দন্দ্বে হামলা-পাল্টা হামলা,চলছে ব্যবসায়ীদের অনির্দ্দিষ্টকালের ধর্মঘট

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ঠিকাদারী কাজের দন্ধ নিয়ে আওয়ামীলীগ নেতাকে মারধর করার জের ধরে ইউনিয়ন পরিষদ, কলেজ, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাহিলাড়া বাজারের ব্যবসায়ীদের উপর হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ী প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে ও অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। ব্যবসায়ীদের অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে ব্যবসায়ীদের কর্মসূচীতে বাঁধা প্রদান করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

মাহিলাড়া হাট-বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী জানান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমানের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা অতর্কিতভাবে হামলা চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, মাহিলাাড়া ডিগ্রী কলেজ, মর্ডান ক্লাব, মাহিলাড়া বাজারের দশটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান, তিনটি পরিবহন কাউন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এর প্রতিবাদে ঘটনার পর থেকে ব্যবসায়ীরা অনির্দৃষ্টকালের ধর্মঘটের আহবান করা হয়। তিনি অভিযোগ করেন, র‌্যাব ও পুলিশের বাঁধা উপেক্ষা করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবাদের কালো পতাকা উত্তোলন করতে গেলে র‌্যাব সদস্যরা বিপ্লব বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত করে। এছাড়াও তাকে (হারুন বয়াতীকে) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দেয়া হয়।

গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমানের বড় ভাই প্রবীন আওয়ামীলীগ নেতা আকবর হোসেন ফারুকের উপর হামলা মারধর দুই লাখ টাকা ছিনতাইসহ চাঁদা দাবির ঘটনায় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত গুহ পিকলুকে প্রধানসহ চারজনকে আসামি করে ফারুক বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন মাহিলাড়া ব্যবসায়ী প্রতিষ্ঠান, কলেজ ও ইউনিয়ন পরিষদে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় সৈকত গুহ পিকলু বাদি হয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমানকে প্রধান আসামিসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ ছাড়া পৌর

আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কবির হোসেন খান বাদি হয়ে সৈকত গুহ পিকলুসহ তিন জনকে আসামি করে চাঁদাবাজির আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী অভিযোগে জানান, ডিগ্রী কলেজ, ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মাহিলাড়া কেন্দ্রীয় শহীদ মিনার কালো পতাকা দিয়ে ঢেকে প্রতিবাদের কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দিয়ে বিদ্যালয়ে তল্ল¬াশী করে কালো পতাকা জব্দ করেন।

অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ প্রসঙ্গে বলেন, পতাকা ষ্টান্ডে জাতীয় পতাকা নামিয়ে কালো পতাকা টানানো হয় যা জাতীয় পতাকে অপমাননা করার সামিল। তাই কালো পতাকা জব্দ করা হয়েছে। ধর্মঘট কর্মসূচীতে বাধা দেয়ার কথা সত্য নয়। বরং ব্যবসায়ীরা তার কাছে অভিযোগ করেছেন, কতিপয় নেতা ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের ধর্মঘট পালনে বাধ্য করা হচ্ছে।

(টিবি/এসসি/মার্চ১৯২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test