E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপালে বিধবাকে গনধর্ষণ,মিছিলে উত্তাল বাগেরহাট 

২০১৫ মার্চ ২০ ১৫:২৩:৫৩
রামপালে বিধবাকে গনধর্ষণ,মিছিলে উত্তাল বাগেরহাট 

বাগেরহাট প্রতিনিধি:উপজেলার ডাকরা গ্রামে ধর্মীয় অনুষ্ঠান থেকে তুলে নিয়ে এক বিধবাকে  পালাক্রমে গণধর্ষনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাগেরহাট। এঘটনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু কমিউনিটির বেশ কয়েকটি সংগঠন।

শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের সাধনার মোড় ও প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সম্প্রাদায়ের নেতারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। পরে তারা বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মহানামযজ্ঞ অনুষ্ঠান থেকে গত ১২ মার্চ রাতে ধরে নিয়ে নৌকায় তুলে ওই বিধবাকে গনধর্ষনের পর ৫ দিন বাড়িতে আটকে রাখে ওই দূবৃত্তরা। গত মঙ্গলবার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পাশ^বর্তি কুমারখালী গ্রাম থেকে মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের প্রচেষ্টায় পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গনধর্ষনের শিকার ওই বিধবা।

রামপালে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের আলোচিত এঘটনায় মামলা দায়ের হলেও রামপাল থানা পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এজন্য মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পেড়িখালী ইউপির সদ্য সাময়িক বহিস্কৃত চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুলকে দায়ী করা হয়। তারা অবিলম্বে বাবুলসহ জড়িত তার ক্যাডারদের গ্রেপ্তারের দাবি জানায়।

জেলা সদরের সাধনার মোড় ও বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারন সম্পাদক অবণীশ চক্রবর্ত্তী সোনা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার শেখ আব্দুল জলিল,বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার মাসুদুর রহমান,
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,কল্লোল সরকার, সুপ্রভাত হালদার, দিলীপ রানা , জিৎ সাহা প্রমুখ।

বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, মহিলা হিন্দু পরিষদ ও আইনজীবী পরিষদ যৌথভাবে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে জেলা মহিলা পরিষদ, বাগেরহাট চেম্বার অব কমার্স, ছাত্রলীগ, আওয়ামীলীগ ও হিন্দু মহাজোটের নের্তৃবৃন্দ তাদের ওই কর্মসূচিতে একতœতা প্রকাশ করে।

(একে/এসসি/মার্চ২০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test