E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় চেয়ারম্যানের অফিস ও ভূমি অফিসে দুর্বৃর্ত্তদের আগুন

২০১৫ মার্চ ২০ ১৭:৫৪:১১
লোহাগড়ায় চেয়ারম্যানের অফিস ও ভূমি অফিসে দুর্বৃর্ত্তদের আগুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় পুলিশি পাহারার মধ্যেও কাশিপুর ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যানের অফিস কক্ষ ও ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহষ্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মান্নান জানান, অফিসের উত্তর দিকের একটি কক্ষে আমি বেঞ্চির ওপর ঘুমিয়ে ছিলাম। সাড়ে ৩টার দিকে আমি ধোঁয়ার গন্ধ অনুভব করি। মুহুর্তের মধ্যে দেখতে পাই জানালার কিছু অংশ আগুনে পুড়ছে।

এ সময় পাহারারত গ্রাম পুলিশ উপজেলার ঈশানগাতী গ্রামের কুদ্দুস মোল্যা ও সারুলিয়া গ্রামের সবুর শেখকে ডাক দিলে তারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ভূমি অফিস কক্ষের আগুন নেভানোর পরপরই চেয়ারম্যানের কার্যালয়ের দক্ষিণ পাশের জানালা ভেঙ্গে পর্দায় আগুন ধরে গেলে তাও নিভিয়ে ফেলা হয়। আগুনে দুটি জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় পরিষদ ভবনে পাহারারত গ্রাম পুলিশরা চেয়ারম্যান শেখ মতিয়ার রহমানকে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থল ধোপাদহ গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে আসেন এবং প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। খবর পেয়ে সকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওছার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাশিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শে আগুনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

(আরএম/এএস/মার্চ ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test