E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীতাকুন্ডে পৃথক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

২০১৫ মার্চ ২০ ২০:০০:০৬
সীতাকুন্ডে পৃথক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

সীতাকুন্ড, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত এবং শিশুসহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার সময় বড় দারোগারহাট এলাকায় ঢাকামুখী জোনাকী (ঢাকা মেট্রো -ব-১৪-৪৪৮২) পরিবহনের একটি বাস রং সাইড দিয়ে এসে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিএনজি চালক এবং নেয়ার পথে এক যাত্রী নিহত হয়। এসময় শিশুসহ ২ জন আহত হয়।

অপরদিকে প্রায় একই সময়ে একটি সিএনজি অটোরিক্সা সাইকেল চালককে বাঁচাতে গিয়ে উল্টে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এসময় মহিলাসহ ২ যাত্রী আহত হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহমান জানান, চালক সাহাদাতসহ জোনাকী পরিবহনের গাড়ীটিকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিক্সা চালক মোহাম্মদ মনির (৩২) পিতা আব্দুল মান্নান, নতুন পাড়া, বাড়বকুন্ড এবং সিএনজি অটোরিক্সা যাত্রী মো. আব্দুল (২৮) পিতা আলী আকবর, ছোট দারোগারহাট। আহতরা হলেন, সুমী আক্তার (৩০) ও তার মেয়ে সুমাইয়া (৬ মাস)। অপরদিকে প্রায় একই সময় একটি সিএনজি অটোরিক্সা উল্টে শুভাষ চন্দ্র দাস (৫৫) ও তার স্ত্রী কল্পনা দাস (৫০) আহত হয়।

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জিনাত শারমিন জানান, আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test