E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় সহপাঠীর ক্ষুরের আঘাতে দু’জনের কান কর্তন

২০১৫ মার্চ ২০ ২২:১৮:৫১
শরণখোলায় সহপাঠীর ক্ষুরের আঘাতে দু’জনের কান কর্তন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র করে তিন সহপাঠীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে আরিফুল ইসলাম (১৭) নামের এক সহপাঠী  তার অপর দুই সহপাঠীর কান কেটে দিয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের শের-ই বাংলা সড়কের মান্নান সুপার মার্কেটে এঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার গোলবুনিয়া গ্রামের হালিম খানের ছেলে তাইজুল ইসলাম (১৭) ও রাজৈর গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে জাহিদ হাসান রাব্বির (১৮)। আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা তিন জনই রায়েন্দা পাইলট হাইস্কুল থেকে এবছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মান্নন সুপার মাকের্টের আশা কম্পিউটারের সামনে তিন জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তার হাতে থাকা ক্ষুর দিয়ে তাইজুল ও রাব্বির কানে আঘাত করে। এতে তাইজুলের দুটি এবং রাব্বির একটি কান মারাত্মক জখম হয়। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানেও ক্ষুরের পোচ লেগেছে বলে রুবেল নামের আহতদের এক প্রত্যক্ষদর্শীরা বন্ধু জানিয়েছে।

আহত দু’জনকে প্রথমে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরণখোলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শায়লা আক্তার সাথী জানান, দু’জনের তাদের কানের ৫০ ভাগই বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনা শোনার পর দোষী আরিফকে আটকের চেষ্টা চলছে।

(একে/এসসি/জানুয়ারি২০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test