E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ২

২০১৫ মার্চ ২১ ১৪:৪২:১৩
বাগেরহাটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ২

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটের চিতলমারীতে চিকিৎসকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে ডাকাতদের ছোড়া গুলিতে গৃহবধূ ও একজন হোমিওপ্যাথি চিকিৎসক গুরুতর আহত হয়েছে।

শনিবার ভোর রাতে উপজেলার গরীবপুর গ্রামের চিকিৎসক শততম মন্ডল ও পাশ্ববর্তী সুকেন মন্ডলে বাড়িতে এ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামালায় গুরুতর আহতদের উন্নত চিকৎসার জন্য শনিবার সকালে চিতলমারী হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চিতলমারীর গরীবপুরের স্থানীয় চিকিৎসক শততম মন্ডল জানান, শনিবার ভোররাতে ৭-৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটের চেষ্ট চালায়। এ সময়ে তার স্ত্রী স্নেহলতা বাধা দিলে ডাকাতরা তার বুকে গুলি চালালে সে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে ডাকাতদল পরিবারের অন্য সদস্যদের একটি ররুমে আটকে রেখে ঘরে থাকা নগদ ১৩ হাজার টাকা ও ৪ ভরি স্বর্নালংকারসহ মালামাল নিয়ে পাশ্ববর্তী রুমে থাকা ভাড়াটিয়া হোমিওপ্যাথি চিকিৎসক সুকেন মন্ডলের ঘরে হানা দেয়।

এ সময়ে চিকিৎসক সুকেন মন্ডল বাধা দিয়ে বাধা দিলে ডাকাতরা তাকে খুব কাজ থেকে গুলি চালায়। এ সময় বাড়ির লোকজনের ডাক চিৎকার শুরু করলে পাশ্ববর্তী লোকজন ছুটে এলে ডাকাতরা সরে পরে। শনিবার ভোর রাতে গরীবপুর গ্রামে সশস্ত্র ডাকাতির ঘটনায় এলকাবাসি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
ঘটনার পর গুলিবিদ্ধ গৃহকর্তী স্নেহলতা ও চিকিৎসক সুকেন মন্ডলকে চিতিলমারী হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পুলিশ প্রশাসককে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তিনি বলেন সাধারন নিরীহ মানুষের উপর এ ধরনের হামলা কোন ভাবেই কাম্য নয়। হিন্দু অধুষ্যিত চিতলমারী উপজেলার গরীবপুরে চিকিৎসক পরিবারের উপর হামালার ঘটনায় অনেকে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

চিতলমারী থানার ওসি দীলিপ কুমার সরকার জানান, ডাকাতির খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(একে/পিবি/মার্চ ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test