E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বাইসাইকেলে প্রচারাভিযান

২০১৫ মার্চ ২২ ১৫:৩৬:৩১
বরিশালে বাইসাইকেলে প্রচারাভিযান

বরিশাল প্রতিনিধি : ‘গড়ে তুলি আগামী’ শ্লোগানের প্রত্যয়ে জন্মগত ক্লাবফুট এবং ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জনসচেতনতার জন্য লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ)’র উদ্যোগে সমগ্র দেশে বাইসাইকেলে চড়ে প্রচারাভিযানে অংশনেয়া দুই কর্মী শনিবার সন্ধ্যায় বরিশালে পৌঁছেছেন।

সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে উন্নতমানের ও আধুনিক চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপি বাইসাইকেলে প্রচারাভিযানে অংশ নেয়া তরুণ সাইক্লিস্ট শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম বিনামূল্যে সুচিকিৎসার সুযোগকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে রবিবার দিনভর বাইসাইকেল চড়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারাভিযান চালিয়ে সচেতনতামূলক উপকরণ বিতরণ ও উপস্থিত জনতার সাথে জনসংযোগ করেন। পেডরোলো এন.কে. লিমিটেড, উত্তরা মোটরস্ লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগীতায় চট্টগ্রাম থেকে আনুষ্ঠিকভাবে এ যাত্রার সূচনা হয়ে পর্যায়ক্রমে ৫৩ তম জেলা সফর শেষ করে ৫৪তম জেলা হিসেবে প্রচারাভিযানের কর্মীরা বরিশালে এসেছেন।
(টিবি/পিবি/মার্চ ২২,২০১৫)







পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test