E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ইউপি চেয়ারম্যানকে গণধোলাই

২০১৫ মার্চ ২২ ১৬:৫৯:৫৩
কালকিনিতে ইউপি চেয়ারম্যানকে গণধোলাই

মাদারীপুর প্রতিনিধি : মদ্যপান করে আইন শৃংখলা মিটিংয়ে প্রবেশ করে উচ্ছ্বংখলভাবে ও অশ্লীল ভাষায় বক্তব্য দেয়ার সময় মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নাসির উদ্দিনকে গণধোলাই দিয়েছে উপস্থিত সদস্যরা। রবিবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় এঘটনা ঘটে।

তবে এলাকার এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা থাকায় ইউএনও মো. হেমায়েত উদ্দিন তাকে নিজ গাড়ি করে বাড়িতে পৌছে দেয়।
এ ব্যাপারে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, ‘আমি উন্নয়নমূলক কাজের কথা বলার সময় হাতের মাইক্রোফোন টেবিলের ওপর রাখলে একটু জোড়ে শব্দ হয়। এতে কয়েকজন সদস্য উত্তেজিত হয়ে আমাকে মারপিট করে।’
বিষয়টি নিয়ে ইউএনও মো. হেমায়েত উদ্দিন বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা এলাকার এমপি সমাধান করে দিয়েছে।’
উল্লেখ্য, কালকিনির গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় ২ লাখ টাকার মাছ ছিনতাইয়ের মামলা চলছে। এছাড়াও গত সপ্তাহে ভিজিডির ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে।
(এএ/পিবি/মার্চ ২২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test