E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে নারী-শিশু উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান লোকসংগীতানুষ্ঠান

২০১৫ মার্চ ২২ ১৭:১৪:৩৯
কালকিনিতে নারী-শিশু উন্নয়ন বিষয়ক ভ্রাম্যমান লোকসংগীতানুষ্ঠান

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে কালকিনি উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে উদ্বদ্ধুকরণ ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্মনিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্যপরিচর্যা, শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, শিশু ও নারী পাচার, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ; স্যানিটেশন ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী উপজেলার কালিগঞ্জ বাজার, কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফাসিয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এনায়েত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঠখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাষ্টগড় ডাক্তারের দোকানের সামনের চত্বরসহ বিভিন্ন স্থানে বিষয় ভিত্তিক উদ্বুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠান আয়োজন করা হয়।
রবিবার এই কর্মসূচির শেষ দিনে স্থানীয় নারী, শিশুসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত থেকে মো. আবুল কালাম বয়াতি ও তার দলের পরিবেশনায় উদ্বুুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দ্বীপংকর বর।
(এএ/পিবি/মার্চ ২২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test