E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘যে জাতির মধ্যে শিক্ষার হার বেশি সে জাতি বেশি উন্নত’

২০১৫ মার্চ ২৩ ১২:১৫:২৯
‘যে জাতির মধ্যে শিক্ষার হার বেশি সে জাতি বেশি উন্নত’

নীলফামারী প্রতিনিধি : শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতির মধ্যে শিক্ষার হার বেশি সে জাতি বেশি উন্নত। বর্তমান সরকার ক্ষমতা আসার পর নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে।

মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি চালু করেছে। অথচ ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চায়। রবিবার বিকালে নীলফামারীর জলঢাকা রাবেয়া চৌধুরী ডিগ্রী মহাবিদ্যালয়ের আসন্ন এইচএসসি ও ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা উপরোক্ত কথা বলেন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রকিবুল আলম চৌধুরীর এমপির সহধর্মিনী ও নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানা, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী প্রফেসর মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।

(কেএম/পিবি/মার্চ ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test