E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ছাত্রদল নেতা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত, সহযোগি আটক

২০১৪ মে ১২ ১৫:৩৯:১৪
বাগেরহাটে ছাত্রদল নেতা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত, সহযোগি আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের ফতেপুর মাদ্রসা বাজার এালাকায় পূর্বশত্রুতার কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বেমরতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজাদ শেখ (২৮) নিহত হয়েছে। নিহত ছাত্রদল নেতা আজাদ শেখ বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আজিজ শেখের ছেলে । এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ঘাতক রাজিব হাওলাদার ওরফে কসাই রাজিব ও মামুন সেখ কে ধাওয়া করে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই রাজীব কসাই (২০) নিহত হয়। সোমবার সকালের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এঘটনা ঘটে। রাজীব হাওলাদার বেমরতা ইউনিয়ন ফারুক হাওলাদারের ছেলে। গনপিটুনীর শিকার আহত মামুনকে পুলিশের কাছে সোর্পদ করেছে। আটক মামুন বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আলী সেখের ছেলে ।

ঘটনাস্থলে থেকে বেমরতা ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ জহিরুল ইসলাম মিঠু জানান, বাগেরহাট শহরে বসবাসরত রাজিব হাওলাদার মাদ্রাসা বাজার এলাকায় ছাত্রদল নেতা আজাদকে ছুরিমারে। এসময়ে তাকে উদ্ধার করে হাসাপাতালে আনার পথে সে মারা যায়। পরে এলাকাবাসী রাজিব ও তার সহযোগী মামুনকে ধরে গণপিটুনি দিলে রাজীব ঘটনাস্থলেই নিহত হয়। তবে কি কারণে আজাদ কে রাজীব ছোরা মেরেছে সে বিষয় কেউ কিছু বলতে পারছে না বলে তিনি জানান।
বাগেরহাট সদর সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম জানান,বেমরতা ইউনিয়নে স্থানীয় ভাবে আজাদের সাথে রাজিবের পুর্বশত্রুতা ছিল । সে ঘটনার জের ধরে সোমবার সকালে ফতেপুর মাদ্রাসা বাজার এলাকায় আজাদকে একা পেয়ে প্রতিপক্ষ রাজিব ও তার সহযোগী মামুন ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময়ে স্থানীয়রা ধাওয়া করে ঘাতক দুজনকে ধরে গনপিটুনি দেয়। এসময়ে ঘটনাস্তলেই রাজিব মারা যায়। অপরদিকে ছুরিকাঘাতে জখম আজাদকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে সে মারা যায়। তিনি জানান এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে মামুন সেখ (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বসবাসকারী আলী সেখের ছেলে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। উত্তেজনা প্রশমনের জন্য শহর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
(একে/এএস/মে ১২, ২০১৪)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test