E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালগুলো প্রভাবশালীদের দখল থাকায় ইরি-বোরো চাষাবাদ ব্যাহত

২০১৫ মার্চ ২৩ ১৬:১২:০৬
খালগুলো প্রভাবশালীদের দখল থাকায় ইরি-বোরো চাষাবাদ ব্যাহত

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের খালের দু’পাশ দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ও কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করায় ভরাট হয়ে যাচ্ছে সরকারি খালগুলো। এতে পানি সরবরাহ কম থাকায় চলতি মৌসুমে ইরি-বোরো মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৪’শ ৭৭ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষাবাদ হয়েছে ১০ হাজার ৩শ ৭০ হেক্টর জমি। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ হাজার ২শ ৩৮ মে. টন চাল। তবে সেচ সংকটের কারণে উৎপাদনের কমে দাড়াতে পারে ৩৫ হাজার মে. টন। তিনি বলেন, স্ব স্ব এলাকার প্রভাবশালীরা সরকারি খালের দু’পাশ দখল করে স্থাপনা নির্মান করায় স্রোত বাধা প্রাপ্ত হওয়ায় পলি পরে সহজেই খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সেচ সংকটের কারণে স্বাভাবিক চাষাবাদ ব্যহত হচ্ছে।
কৃষি অফিস সূত্র মতে, কৃষকদের পানি সংকটের স্থায়ী সমাধানের জন্য উপজেলার পাঁচটি ইউনয়নের ২৭টি প্রকল্পের আওতায় ৮৬ কি. মি. খাল খননের প্রকল্প কৃষি অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে প্রকল্প দাখিলকরা থাকলেও তা লাল ফিতায় বন্দি রয়েছে বলে কৃষকেরা কোন সুফল পাচ্ছেনা।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীরা খালের দু’পাশে দোকানঘর তুলে, ময়লা-আবর্জনা ফেলায় খাল ভরাট হয়ে যাচ্ছে। আবার কেউ খালের মধ্যে দেয়াল দিয়ে স্থাপনা বর্ধিত করায় পানি প্রবাহের গতিরোধ করছে বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য আগৈলঝাড়া উপজেলা সদর হয়ে গৈলা পর্যন্ত, রাজিহার-চাঁদশী হয়ে গৌরনদী খালটি অবৈধ স্থাপনা নির্মাণ করে এবং খালে বাধ দিয়ে বাড়ি যাওয়ার রাস্তা নির্মান করে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করেছে। গত তত্বাবধায়ক সরকারের সময় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৮ দফা সুপারিশ জানানো হলেও আজ পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। ওই প্রকল্পগুলো বস্তবায়ন হলে বন্যা নিয়ন্ত্রণ হয়ে উপজেলা কৃষি জমিগুলো সেচ সুবিধার আওতায় আসবে।

(টিবি/পিবি/মার্চ ২৩,২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test