E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

২০১৫ মার্চ ২৪ ১২:৫৫:১৮
লোহাগড়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ভদ্রডাঙ্গা-বাতাশী গ্রামে ডাক্তারের ভূল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির ভদ্রডাঙ্গা-বাতাশী গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস(৭) গত সোমবার দুপুরে বাড়ির পার্শ্বে সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলার সময় কেটে রাখা বাঁশের সাথে আঘাত লেগে প্রসেনজিতের বামপায়ের উরুর নিচে কেটে গুরুতর জখম হয়। এলাকাবাসী তাকে আহত অবস্থায় স্থানীয় মানিকগঞ্জ বাজারের গ্রাম্য ডাক্তার বিপ্লব কুমার সরকারের নিকট নিয়ে গেলে ওই ডাক্তার শিশুকে ভূল ইনজেকশন পুশ করলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লোহাগড়া উপজেলা হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয়।লোহাগড়া হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফজল এলাহী বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ডাক্তার বিপ্লব কুমার সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়ার দু‘জন কথিত সাংবাদিক ওই ডাক্তারের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
(আরএম/পিবি/মার্চ ২৪,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test