E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়া-বাশঁখালী সীমান্তে নির্মিত হচ্ছে উপকূল রক্ষা বাঁধ

২০১৫ মার্চ ২৫ ১০:১৯:১৫
পেকুয়া-বাশঁখালী সীমান্তে নির্মিত হচ্ছে উপকূল রক্ষা বাঁধ


পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়া ও সীমান্তবর্তী চট্টগ্রামের বাশঁখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে নির্মিত হচ্ছে উপকুল রক্ষা বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বঙ্গোপসাগরের ছনুয়া নদীর অববাহিকায় জোয়ারের পানি ঠেকাতে সীমান্তবর্তী দক্ষিণ পুইছড়ি এলাকায় এ বেড়িবাঁধ নিমার্ণ কাজ এগিয়ে চলেছে।

১৮ চেইন সুউচ্চ বেড়িবাঁধ নিমার্নের জন্য সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে এ নিমার্ণ কাজ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। তবে কাজের নকশা পরিবর্তন করায় বেড়িবাঁধের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত হচ্ছে না। এতে করে বিলীন হতে চলেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমানের গ্রামের পৈত্রিক বসতিসহ ওই এলাকার আরও শতাধিক বসতবাড়ি।

ছনুয়া নদীর তীব্র পানির স্রােতে গত কয়েক বছর ধরে চট্টগ্রাম জেলার পুইছড়ি ইউনিয়নের আরবশাহঘোনা এলাকার বিপুল অংশে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রাম পাউবোর ৬৪/২ এ ফোল্ডারের বেড়িবাঁধ সংস্কারের জন্য চলতি ২০১৪-১৫ অর্থ বছরে সংশ্লিষ্ট বিভাগ জরুরী ভিত্তিতে সীমান্তবর্তী ওই ইউনিয়নের বেড়িবাধের কাজ শুরু করে। জানা গেছে, প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে ওই কাজের বেড়িবাঁধের মাটি ভরাট কাজ ইতিমধ্যে অর্ধেক সমাপ্ত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কাজের নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্টানের মালিক মো.মুজিব বেড়িবাঁধের বিধ্বস্থ অংশ বাদ দিয়ে তার সুবিধা মত স্থানে নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। এরই ফলে শংকার মধ্যে পড়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ওই বাড়িসহ আশপাশের আরো বহু বসতি। স্থানীয়রা আরো জানায়, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াতের আমীর মো.জহিরুল ইসলাম প্রভাবিত করে ঠিকাদারকে ছাত্রলীগ নেতার বসতবাড়ির সংলগ্ন বেড়িবাঁধের সবচেয়ে ক্ষতিগ্রস্থ
৮/১০চেইন অংশ মেরামত না করে অধিকতর টেকসই অংশে নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে।




(এমকে/এসসি/মার্চ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test