E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় মামলার বাদীকে অপহরণ, অভিযোগ দায়ের

২০১৫ মার্চ ২৫ ১৬:৫৭:৪১
সিংড়ায় মামলার বাদীকে অপহরণ, অভিযোগ দায়ের

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মামলার বাদী তমিজ উদ্দিন (১১০) নামে এক বৃদ্ধকে অপহরণের ৪দিন পরও খোঁজ মিলেনি। এ বিষয়ে বৃদ্ধের জামাতা আলহাজ্ব আলাউদ্দিন থানায় অভিযোগ দায়ের করলেও তাকে উদ্ধারে সক্ষম হয়নি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ছলিমপাড়া গ্রামের মৃত লাটু প্রামানিকের ছেলে তমিজ উদ্দিন। দীর্ঘদিন থেকে সিংড়া উপজেলার ১১নম্বর ছাতারদিঘী ইউনিয়নের রামনগর দমদমা গ্রামে জামাই আলাউদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিল। ২২ মার্চ প্রতিপক্ষ আবুল হোসেন সহ ভারাটিয়া সন্ত্রাসীরা সসস্ত্র অবস্থায় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে তমিজ উদ্দিনকে অপহরণ করে।

আলাউদ্দিন জানায়, বিবাদী আবুল হোসেন, মাহবুব, মিজানসহ অন্যরা জাল দলিল করে আমার শ্বশুরের সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি প্রকাশ পাওয়ায় আমার শ্বশুর ও আমার পরিবারের লোকজনদের দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করায় ভারাটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে অপহরন করা হয়েছে। বিবাদীরা তার ক্ষতি করবে বলে তিনি জানান।

এবিষয়ে কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির চার্জ আবদুল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি উদ্ধারের চেষ্টা চলছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত চলছে।

(এএমআর/এএস/মার্চ ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test