E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে জেলেদের মধ্যে পরিচয় পত্র বিতরণ

২০১৫ মার্চ ২৫ ১৮:৩১:৪৪
বাগেরহাটে জেলেদের মধ্যে পরিচয় পত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন,দেশের রপ্তানী আয়ের দ্বিতীয় স্থানে থাকা মৎস্য খাতকে আগামী পাঁচ বছরের মধ্যে প্রথম স্থানে পৌছাতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে মৎস্য বিভাগ।

বর্তমান সরকারের আমলে সারা বিশ্বের মধ্যে মৎস্য চাষে মুক্ত জলাশয়ে চতুর্থ ও খামারে মৎস্য চাষে পঞ্চম স্থানে উঠে এসেছে। মৎস্য বিভাগের দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহযতায় জেলে-মৎস্যজীবীরা এ অসম্ভবকে সম্ভব করেছে। সরকার প্রথম বারের মতো মৎস্যজীবীদের আরও সুযোগ-সুবিধা দিতে তাদের আইডি কার্ড প্রদান করছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে মৎস্য প্রধান উপকুলীয় জেলা বাগেরহাটে জেলেদের মধ্যে আইডি কার্ড (পরিচয় পত্র) বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, অল্প খরচে বেশি মাছ উৎপাদনে মৎস্যজীবীদের আরও বেশি করে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে।

জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত কার্ড বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামূল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান,মৎস্যজীবীদের আইডি প্রকল্পের পরিচালক মো: আরিফুর রহমান তরফদার, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল প্রমুখ।

বাগেরহাট সদর উপজেলার ২৩৮৯ জন জেলেদের মধ্যে পরিচয় পত্র কার্ড বিতরণ করা হয়। মৎস্য ভান্ডার খ্যাত বাগেরহাট জেলায় পর্যায়ক্রমে প্রায় ৩০ হাজার জেলেদের পরিচয় পত্র প্রদান করা হবে। পরিচয় পত্রের মাধ্যমে জেলেদের অতি সহজেই সনাক্ত করা যাবে। সুন্দরবনসহ সাগরের প্রাকৃতিক দুর্যোগ ও বনদস্যুদর কবল থেকে নিরাপদ রাখতে এই পরিচয় পত্র সহয়ক ভুমিকা রাখবে বলেও অনুষ্ঠানে জানান হয়।

(একে/এএস/মার্চ ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test