E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০১৫ মার্চ ২৬ ১২:০৯:১১
মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উদযাপন  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ।

মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ,আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পুলিশ আনসার ভিডিপি , স্কাউট, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে দিবসটি পালন করা হয় ।রাত ১২টা এক মিনিটে থানার সামনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় । একই সময়ে পৌরসভা চত্বর ও নতুন বাজার রক্তিম স্বাধীনতা ভাষ্কর্য ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

সকালে আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ , শারীরিক কসরত , মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন , হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় । শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ,সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, মহিলা পুরুষদের সুবিধাজনক প্রতিযোগীতা , মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিযোগীতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

(এমডি/এসসি/মার্চ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test