E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটরের অনিয়ম

২০১৫ মার্চ ২৬ ১২:৩২:১৫
বাগেরহাটের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটরের অনিয়ম

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের কচুয়ায় কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোপাইটরের বিরুদ্বে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসির পক্ষে নকীব আশরাফ আলী এই অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে বাগেরহাট  সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বাগেরহাটের উপজেলার বাধাঁল ইউনিয়নের বিলকুল কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোপাইটার সুচিত্রা রানী দাস নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছামতো ক্লিনিকে আসেন। নিজের আত্মীয়স্বজন ছাড়া গরীব ও অসহায়দের ঔষধ দেয়া হয় না। এছাড়া তাকে অধিকাংশ সময়ে পাশের বাড়ী থেকে ডেকে আনতে হয়। ডেকে আনায় তার ভারতীয় টিভি সিরিয়াল দেখতে বিঘ্ন হওয়ায় অনেককে গালমন্দ খেতে হয়। অধিকাংশ সময়ে নিয়ম না মেনে ১১/১২টার মধ্যে ক্লিনিক বন্ধ করে দেয়। এমনকি গত ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্লিনিক খোলা রেখে সেবা দেয়ার নির্দেশ থাকলেও ঐদিন তিনি সেবা দেয়া তো দুরের কথা ক্লিনিকটি খুলতে ও দেখেনি এলাকাবাসি।

এবিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফি জানান, ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য ব্যবস্থা নেয়া হবে।


(একে/এসসি/মার্চ২৬,২০১৫)


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test