E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলা হাসপাতালে পানি সরবরাহ বন্ধ

২০১৫ মার্চ ২৬ ১৩:৫৭:৩২
শরণখোলা হাসপাতালে পানি সরবরাহ বন্ধ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা হাসপাতালসহ স্টাফ কোয়াটারগুলো দীর্ঘ ৮৬ দিন ধরে পনিশুন্য হয়ে পড়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতাল অভ্যান্তরে বসবাসরত প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীকে।

হাসপাতাল ষ্টাফদের সাথে কথা বলে জানা গেছে, গত ১ জানুয়ারি হঠাৎ করে হাসপাতাল অভ্যান্তরে থাকা পানি সরবারহের একমাত্র মেশিনটি বিকল হয়ে পড়ে। পরে তাৎক্ষনিক রোগিদের মাঝে পানি সরবারহের জন্য একটি ছোট পাম্প বসানো হয়। যা দিয়ে অনিয়মিত ভাবে রোগিদের মাঝে পানি সরবারহ করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে ৮৬ দিন অতিবাহিত হলেও হাসপাতালের অভ্যান্তরে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনগুলো পানি শুন্য রয়েছে। দৈনন্দিন কাজের জন্য বাহির থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের।

এতে নানা ভোগান্তিসহ কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। হাসপাতাল অভ্যান্তরে বসবাসরত সিনিয়র ষ্টাফ নার্স সুনিতী রানী, এ্যাম্বুলেন্স ড্রাইভার মো. জাকির হোসেন ও হাসপাতালের রেডিওলজিষ্ট আল্লামা মো. ইকবাল মোর্শেদসহ অনেকেই পনি সরবারহ বন্ধের কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার সাথে আলাপ করা হয়েছে। এবিষয় শরণখোলা হাসপাতালের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা টিএইচও ডা. অসীম কুমার সমাদ্দার পানি শুন্যের বিষয়টি স্বীকর করে জানান, সহসাই এ সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হবে।

(একে/এএস/মার্চ ২৬, ২০১৫)


পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test