E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দূর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২০১৫ মার্চ ২৬ ১৪:৩৭:১১
দূর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দূর্গাপুর (নেএকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দূর্গাপুর উপজেলা পরিষদ আয়োজিত যথাযোগ্য মর্যাদায় ৪৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার। সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

পরবর্তীতে মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিল,উপজেলা প্রশাসন, পুলিশবাহিনী, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও এনজিও প্রতিনিধিগণ স্থানীয় শহীদ সন্তোষ পার্কে মিলিত হয়ে শহীদ মিনারে ৭১ এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সুসঙ্গ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সকল মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান অন্যান্যের মধ্যে আলোচনা করেন অফিসার ইন চার্জ মো. রেজাউল ইসলাম খান, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে পুলিশ আনসার ভিডিপি,স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা অতিথিদের সালাম প্রদর্শনসহ শারীরিক কুচকাওয়াজে অংশ নেয়। এ ছাড়া স্থানীয় বধ্যভূমি পরিদর্শনসহ মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্ন ভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

(এনএস/এএস/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test