E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুপকল্প ২০২১ বাস্তবায়নে সাপাহারে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

২০১৪ মে ১২ ১৯:১৩:১৩
রুপকল্প ২০২১ বাস্তবায়নে সাপাহারে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এবং রুপকল্প ২০২১ বাস্তবায়নে নওগাঁর সাপাহারে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার দুপুর ১টায় নওগাঁ স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাস্টার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ জলিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আমিরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এবং রুপকল্প ২০২১ বাস্তবায়নে প্রদর্শিত মেলার সকল স্টলগুলি পরিদর্শন করেন। মেলায় উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি তথ্যসেবা কেন্দ্র, সদরের, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলহেলাল ইসলামী একাডেমী স্কুল, পাইলট স্কুল, জামান নগর বালিকা উচ্চবিদ্যালয়, আইহাই ইউনিয়নের আইহাই উচ্চবিদ্যালয়, সরকারী ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

৩দিন ব্যাপী এ মেলায় ডিজিটাল কনটেন্ট উপস্থাপনের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাশরুম, অনলাইনে সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন, ব্যাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগীতা, তথ্যবাতায়ন আপলোড, শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

(বিএম/অ/মে ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test