E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মহান স্বাধীনতা দিবস পালিত

২০১৫ মার্চ ২৬ ১৭:১০:৪৭
নওগাঁয় মহান স্বাধীনতা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের ফাসির রায় কার্যকর ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তপধ্বনির পর শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় স্থানীয় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। সম্মিলিত কুচকাওয়াজে শিশু-কিশোরদের অভিবাদন গ্রহণ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান। নওগাঁ ষ্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহন, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, এবং বেলা ১১ টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি শোভাযাত্রা উদ্বোধন করেন।

(বিএম/এএস/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test