E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দা ও মহাদেবপুরে রামনবমী উৎসব আজ

২০১৫ মার্চ ২৭ ১৫:২৫:১৬
মান্দা ও মহাদেবপুরে রামনবমী উৎসব আজ

নওগাঁ প্রতিনিধি:  সনাতন ধমের্র ত্রেতা যুগে আবির্ভুত ভগবান শ্রীশ্রী রামচন্দ্রের জন্মেৎসব আজ শনিবার। এ উপলক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর মান্দার শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরে এবং মহাদেবপুরের শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরে পৃথকভাবে আয়োজন করা হয়েছে নানা উৎসবের। ঠাকুর মান্দা রঘুনাথ জিঁউ মন্দিরে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে নবমী পুজো শেষ হবে।

দেশ-বিদেশ থেকে হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন এখানে। এবারো তার ব্যত্যয় ঘটবে না। কারন শুক্রবার সকাল থেকেই ভক্ত-দর্শনার্থীদের ভিড় জমতে শুরু হয়েছে।

ঐতিহাসিক প্রত্নতত্ব নিদর্শনে সমৃদ্ধ উত্তরের নওগাঁ জেলার অন্যতম পূণ্যভূমি স্থাপত্যের মধ্যে মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরটি প্রায় তিন শ’ বছর ধরে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সতের শতকের অন্যতম স্থাপত্যের মধ্যে এটি একটি। এখনো চৈত্র-বৈশাখ মাসের নবমী তিথিতে রামনবমী উৎসবে ১৫দিন ধরে চলে এখানে নানা ধর্মীয় উৎসব ও মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি অন্যতম তীর্থস্থান হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে সারা ভারত উপ-মহাদেশে।

বাসন্তী পুজোর শুরু তথা ষষ্ঠি থেকে নবমী এবং এর ৯দিন পর লক্ষনভোজের মধ্যদিয়ে একটানা ১৫ দিন ব্যাপী ধর্মীয় উৎসব চলে মহা ধুমধামের মধ্যদিয়ে। এই উৎসবে বিশেষ করে রামনবমী উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ভক্তবৃন্দ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল থেকেও ভক্তরা আসেন ঠাকুর দর্শনে ও তাঁদের মানত দিতে। হাজার হাজার নারী-পুরুষ ভক্তের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরের চারিপাশে প্রায় ১ কিঃমিঃ এলাকা জুড়ে। শত শত বাস, মাইক্রোবাস, জীপ আর হাজার হাজার ভ্যান ও ভটভটিতে চড়ে ভক্তরা আসেন এই রঘুনাথ মন্দিরে।

মন্দির থেকে কমপক্ষে দেড় কিঃমিঃ দূরে রাখতে হয় এসব যানবাহন। ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে প্রাচীন এই মন্দিরটি মুখরিত হয়ে ওঠে এই তিথিতে। অপরদিকে মহাদেবপুরে রঘুনাথ জিঁউ মন্দিরে রামনবমী ব্রত পালন হবে শনিবার। ।এ উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন শুরু হয়েছে।

(বিএম/এসসি/মার্চ২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test