E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশমাতৃকার মঙ্গল কামনায় নওগাঁয় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু

২০১৫ মার্চ ২৭ ১৫:৩০:২৬
দেশমাতৃকার মঙ্গল কামনায় নওগাঁয় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু

নওগাঁ প্রতিনিধি:দেশমাতৃকার মঙ্গল ও জাতির শান্তি কামনায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দির প্রাঙ্গনে শুক্রবার অরুনোদয় থেকে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন শুরু হয়েছে।

উত্তরাঞ্চলের প্রখ্যাত নারী কীর্তনীয়া নওগাঁর পত্নীতলার গৌড় গোবিন্দ সম্প্রদায়ের কুমারী বন্দনা রানী মহন্ত এখানে লীলা কীর্তন পরিবেশন করছেন। এছাড়াও রয়েছে, যশোরের অধিকারী লীলা সম্প্রদায়, নওগাঁর রামরঘু সম্প্রদায় ও সাতক্ষীরার রাধা-গোবিন্দ সম্প্রদায়। নামসুধা পরিবেশনায় রয়েছেন, গোপালগঞ্জের অষ্টসখী সম্প্রদায়, মুন্সীগঞ্জের বিশ্বরূপা সম্প্রদায়, বাগেরহাটের প্রমিলা সম্প্রদায়, সাতক্ষীরার সোনার গৌড় সম্প্রদায় ও খুলনার আদিশ্যামা মা সম্প্রদায়।মঙ্গলবার মধ্যাহেৃ কুঞ্জভঙ্গ প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।



(বিএম/এসসি/মার্চ২৭,২০১৫)




পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test