E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নিষেধাজ্ঞা উপেক্ষাকরে স্থাপনা নির্মাণ

২০১৫ মার্চ ৩০ ১৭:২৯:৫৭
নওগাঁয় নিষেধাজ্ঞা উপেক্ষাকরে স্থাপনা নির্মাণ

নওগাঁ প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নওগাঁর মান্দায় শ্রীকৃষ্ণ চন্দ্র দাসের ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুসুম্বা মোড় সংলগ্ন এলাকায় ২৭ শতক সম্পত্তি দখল করে এলাকার  নিখিল ও সুনীল চন্দ্র নামে দুইব্যক্তি স্থাপনাটি নির্মাণ করছেন।

ভুক্তভোগী শ্রীকৃষ্ণ চন্দ্র দাস জানান, বাবা প্রাণকৃষ্ণ দাস ১৯৩২ সালে একই এলাকার পূর্ণ চন্দ্র দাসের নিকট থেকে ২৭ শতক জমি কবলা রেজিস্ট্রি করেন। ১৯৬২ সালে প্রাণকৃষ্ণের নামে তা রেকর্ডভূক্ত হয়। এ সম্পত্তি ১৯৭২ সালে ভুলবশত: রেকর্ডভূক্ত হয় বিক্রেতা পূর্ণ চন্দ্র দাসের নামে। বিষয়টি জানতে পেরে নওগাঁর সিনিয়র সহকারী জজ আদালতে ২৩২/১১ নন্বর একটি অঃপ্রঃ মামলা দায়ের করেন তিনি। আদালত ওই সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রেতা পূর্ণ চন্দ্রের নাতি নিখিল ও সুনীল চন্দ্র জবরদখল করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেছেন। বাধা দেয়ায় শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে হুমকি দেন তারা। উপায়ান্ত না থাকায় আদালতের নিষেধাজ্ঞার কাগজপত্র সংযুক্ত করে বৃহস্পতিবার থানায় অভিযোগ দাখিল করেন শ্রীকৃষ্ণ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে আদালতের রায় না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিবাদি পক্ষকে নির্দেশ দেয় থানা পুলিশ। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন অনিল ও সুনীল নামে ওই দুইব্যক্তি।
তবে সুনীল চন্দ্র দাস দাবি করেন, বিবাদমান সম্পত্তি তারা পৈত্রিক সূত্রে পেয়েছেন। আদালতে মামলা চলমান রয়েছে বলে স্বীকার করলেও নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞা ও অভিযোগের ভিত্তিতে সেখানে স্থাপনা নির্মাণের জন্য বিবাদিপক্ষকে নিষেধ করা হয়েছে। তবে নির্মাণ কাজ অব্যাহত রাখার বিষয়টি তাকে অবহিত করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

(বিএম/পিবি/মার্চ ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test