E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

২০১৫ মার্চ ৩১ ২০:১৯:৫১
সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০


নাটোর  ও সিংড়া প্রতিনিধি :নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত পার্বণ মেলায় নাগর দোলায় ওঠাকে কেন্দ্র করে বিরোধে গতকাল মঙ্গলবার দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে  মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সিংড়া সরকারপাড়া এলাকায় সোমবার ঐতিহ্যবাহী বউ মেলা বসে। পার্বনের ওই মেলাকে ঘিরে বসানো হয় নাগর দোলা। একদিনের ওই মেলা শেষ হলেও মঙ্গলবার নাগরদোলা চালু থাকে। মঙ্গলবার সকালে নাগরদোলায় ওঠা নিয়ে বিরোধে সরকার পাড়া এলাকার সিরাজুল ইসলাম বুলুর ছেলে দশম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বি (১৬) কে মারপিট করে সওদাগর পাড়ার লোকজন। এনিয়ে ওই দুই মহল্লার লোকজনের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ । কয়েকদফা ধাওয়া ও পাল্টা ধাওয়া চলাকালে দু’পক্ষই লাঠি সহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলো সরকার পাড়ার গোলাম রাব্বি (১৬), আশরাফুল (৩১), মিম (২৫), আইনুল (২৪) আছিয়া (২৭) ও সওদাগর পাড়ার লসকর (৪২), লাবু (৩৫), শহিদুল (৬০), শান্ত (১৭), ছলেমান (১৭)। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাগর দোলাতে ওঠা নিয়ে দুই বালকের বিরোধে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে থানা ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(এমআর/এসসি/মার্চ৩১,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test