E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষাধিক টাকার গাছ কর্তন

২০১৫ মার্চ ৩১ ২০:২৭:০৭
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষাধিক টাকার গাছ কর্তন

নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পারবোর্ণী গ্রামে মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষাধিক টাকা মূল্যের ৮টি কাষ্ঠল ও ফলদ গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, পারবোর্ণী গ্রামের এভারিশ কস্তার ছেলে প্রতিবন্ধী মানিক কস্তা তার দাদা মৃত পেদ্রু কস্তার দেয়া ৯১৭ ও ১১৩৭ হালদাগের এক একর ৬ শতাংশ জমি রেজিষ্ট্রিমূলে ভোগ-দখল করে আসছেন।

সম্প্রতি তার প্রতিবেশি পল কস্তা জমিটির ৩ শতাংশ তার নিজের বলে দাবী করে তা দখল নেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে মানিক কস্তা বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করলে মহামান্য আদালত জমিটিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু মঙ্গলবার সকালে পল কস্তা ও তার ছেলেরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমি থেকে ২টি তালগাছ, ২টি মেহগনি গাছ, ২টি কাঠাল গাছ ও ২টি আমগাছ কেটে নেন।

অভিযুক্ত পল কস্তা জানান, তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিনি। নিয়ম অনুযায়ী আমার জমি থেকে আমি গাছ কেটেছেন।

ক্ষতিগ্রস্থ মানিক কস্তা জানান, তিনি একজন প্রতিবন্ধি মানুষ। আদালতের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও তারা গায়ের জোড়ে তার জমির গাছ কেটে নিয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এমআর/এসসি/মার্চ৩১,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test