E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় শিলা বৃষ্টিতে মৌসুমী ফসলের ক্ষতি

২০১৫ এপ্রিল ০২ ১৩:৩১:৫৭
লোহাগড়ায় শিলা বৃষ্টিতে মৌসুমী ফসলের ক্ষতি

লোহাগড়া প্রতিনিধি :  নড়াইলের লোহাগড়ায় মধ্য চৈত্র মাসে ঝড় ও শিলা বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে প্রায় ৩০ মিনিট স্থায়ী ঝড় ও শিলা বৃষ্টিতে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকার আম, লিচু, কাঁঠাল, কুমড়া, তরমুজ, খিরাই, বাংগীর ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝড়-শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ করছে। পৌর শহরের লক্ষ্মীপাশা গ্রামের আম চাষী সাংবাদিক জহির ঠাকুর জানান, শিলা বৃষ্টির কারণে আমের গুটি ঝরে গেছে। যে গুটি আম গাছে আছে, তাও আগামীতে পচে যাবে। এতে করে এলাকার চাষীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।
(আরএম/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test