E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়িয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত ১০

২০১৫ এপ্রিল ০২ ১৫:৩৮:২৬
নড়িয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘাগরি জোরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একে অপরের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের করেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ঘাগরি জোরা গ্রামের খলিল মুন্সী ও সামসুদ্দিন সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন কারনে বিরোধ চলে আসছিল । বুধবার সন্ধ্যায় খলিল মুন্সীর ছেলে আল আমীন (৩২) শরীয়তপুর জেলা শহরে গেলে সেখানে সামসুদ্দিন সরদারের সমর্থকরা তাকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে খলিল মুন্সীর সমর্থকরা বুধবার রাতে সামসুদ্দিন সরদারের বাড়ির চারটি ঘরে হামলা ও ভাংচুর করে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সামসুদ্দিন সরদারের সমর্থকরা খলিল মুন্সীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলা কারিরা প্রায় অর্ধশতাধিক বোমার বিস্ফরন ঘটায়। পরে জব্বর মুন্সীর ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জহিরুল ইসলাম (২৩), লিটন মাল(২৮), নাছিমা বেগম(৪৫), আল আমিন (৩২) ও মোনায়েম খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।
জাব্বার মুন্সীর স্ত্রী শাফিয়া বেগম বলেন, সামসুদ্দিন সরদারের লোকেরা আমাদের বাড়িতে হামলা করে। আমাদের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা থানায় মামলা করবো। সন্ত্রাসীদের শাস্তি চাই।
এদিগে সামসুদ্দিন সরদার বলেন, তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়ে আমাদেরকে আসামী করার চেস্টা করছে । খলিল মুন্সীর ছেলেকে শরীয়তপুর শহরে কে বা কারা মেরেছে তা আমরা জানিনা, সেই সুত্র ধরে তারা আমার বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
নড়িয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, পুর্বশত্রুতার জের ধরে একে অপরের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

(কেএনআই/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test