E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর রবীন্দ্র মিউজিয়ামে চালু হলো টিকিট পদ্ধতি

২০১৫ এপ্রিল ০২ ১৭:১০:০৩
নওগাঁর রবীন্দ্র মিউজিয়ামে চালু হলো টিকিট পদ্ধতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগনার ‘পতিসর কাচারি বাড়ি’র যাদুঘর প্রদর্শনে অবশেষে চালু করা হলো, টিকিট পদ্ধতির।

সেই সঙ্গে যাদুঘর দেখভালের দায়িত্ব দেয়া হলো সরকারী কর্মচারীদের হাতে। বুধবার বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার উপস্থিতিতে পতিসর কাচারি বাড়ির যাদুঘরে টিকিট পদ্ধতি চালু করা হয়েছে। আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, এখন থেকে সর্বসাধারণ ১৫ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে যাদুঘর পরিদর্শন করতে পারবেন। সার্কভূক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা, বিদেশী পর্যটকের জন্য ১শ’ টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য ৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কাচারি বাড়িতে একজন অফিস সহকারী কাম কম্পিউটর অপারেটর ও একজন সাইড পরিচালক দায়িত্ব পালন করবেন। এতোদিন মাষ্টাররোল কর্মচরীরা ওই দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, এখন থেকে যে স্থানগুলোতে যাদুঘর থাকবে সেখানেই টিকিট ব্যবস্থা চালু করা হবে।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, রথীন্দ্রনাথ ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক সুব্রতকুমার দাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি প্রযুক্তি ইন্সটিটিউিটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
(বিএম/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test