E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান শিক্ষকের কাছে যুবলীগ নেতার চাঁদা দাবি

২০১৫ এপ্রিল ০৪ ১৮:০২:২৮
প্রধান শিক্ষকের কাছে যুবলীগ নেতার চাঁদা দাবি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ রায়ের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে সাতুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজ সিকদার ও তার দলবল।

ওই বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে অসৌজন্যমূলক আচরন করে তারা । গতকাল শনিবার সকালে বিদ্যালয় চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে হাফিজ সিকদারের লোকজন ।

এ বিষয়ে প্রধান শিক্ষক মানষ রায় বলেন, যুবলীগ নেতা হাফিজ সিকদার ও সাইয়েদ মীর কাউখালি ও নারিকেলবাড়িয়া থেকে ৮/১০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে বিদ্যালয় চলাকালিন সময়ে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এ সময় তারা অন্য শিক্ষিকাদের সাথেও অসৌজন্যমূলক আচরন করে। এছাড়া যাকেই পিয়ন নিয়োগের জন্য তাদের ১ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হুমকি দেয়। বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজ সিকদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি পূর্বে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(এএম/এসসি/এপ্রিল০৪,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test