E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

২০১৫ এপ্রিল ০৫ ১৩:০৫:৩৪
তাড়াশে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :তাড়াশে গত শনিবার সন্ধ্যায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে পরেছে। ঘন্টাব্যাপি দফায় দফায় শিলা বৃষ্টি ও কালবৈশাখীর ছোবলে উঠতি বোরো ধান, ভুট্টা, গাছপালা, ঘরবাড়ি, দোকানপাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের খুটি ব্যাপক ক্ষতি হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের পুর্বে বড়বড় শিলা বৃষ্টিপাত হতে থাকে। এক পর্যায়ে শিলাবৃষ্টি কমে গেলে শুরু ঝড়। এতে কাচাঘরবাড়ি, গাছপালা ও মাঠে কৃষককের আগাম জাতের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সগুনা, বারুহাস, তালম, মাগুড়াবিনোদ, নওগা, মাধাইনগর এবং তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নওগা ও তাড়াশ সদর ইউনিয়নে বেশী ক্ষতি হয়েছে। মাঠে আধাপাকা বিআর-২৯,বিআর২৮ জাতের ধানের বেশী ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ধান মাটির সাথে নুয়ে পরেছে। ঝড়ে গাছপালা ভেঙ্গে পরেছে।

বিদ্যুতের খুটি ভেঙ্গে পরায় গতকাল রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিহীন অবস্থা বিরাজ করছে। বিদ্যুৎ অফিসের লোকজন মেরামত করতে ব্যস্ত হয়ে পরেছে। কৃষকের ধানের কি পরিমানে ক্ষতি হয়েছে তা দেখার জন্য উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম নওগা, মাগুড়াবিনোদ ও তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কৃষকের ক্ষতির পরিমান নির্নয় করছেন।

( এমএমএইচ/এসসি/এপ্রিল০৫,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test