E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৫

২০১৫ এপ্রিল ০৬ ১৩:৫৪:০৫
কুষ্টিয়ায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শিলা বৃষ্টিতে কয়েক হাজার ঘর-বাড়ী টিনের চাল ছিদ্র হয়ে গেছে। এ শিলাবৃষ্টিতে ভূট্টা, কলা ক্ষেত ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাতে জেলার মিরপুর উপজেলার কুর্শা, মালিহাদ, সদরপুর, ছাতিয়ান, আমবাড়ীয়া ও পোড়াদহ ইইনিয়নে এ শিলাবৃষ্টিতে কয়েক হাজার কাঁচা ঘর-বাড়ি টিনের চাল ছিদ্র হয়ে যায় এবং ভূট্টা, কলা ক্ষেত ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যাপারে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, রাতে শিলাবৃষ্টিতে ঘর-বাড়ীর টিনের চাল ছিদ্র হয়ে যায়। এছাড়াও ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিটি শিলের ওজন ৫শ’ গ্রাম থেকে ১ কেজি বলে তিনি জানান। রাতে শিলাবৃষ্টিার সাথে বজ্রপাতে আইলচারা, আব্দালপুর ও ঝাউদিয়া গ্রামের ৩ জন নিহত হয়েছে বলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন নিশ্চিত করেন।
পরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ক্ষতিগ্রস্থ এলাকা গুলো পরিদর্শন করেন।
অপরদিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় কুষ্টিয়ায় জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এছাড়া বজ্রপাতে মারা গেছেন আতাউর ইসলাম আতা (৫৭) নামে এক পল্লী চিকিৎসক। এই নিয়ে গত দু’দিনে ৫ জনের মৃত্যু হয়েছে।
(কেএইচ/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test