E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে মাদ্রাসার শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ

 

২০১৫ এপ্রিল ০৬ ১৬:১৫:৩৪
ধামইরহাটে মাদ্রাসার শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ
 

নওগাঁ ‍প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উপজেলার ধুরইল গ্রামের মোহসিন রেজার ছেলে মোতমাইন হোসেন লিখিত অভিযোগে জানান, ধামইরহাট উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসায় অফিস সহকারী (কেরানী) নিয়োগে পত্রিকায় বিজ্ঞাপন দেখে ওই মাদ্রাসার সুপার মোঃ রেজাউল করিম বরাবর আবেদন করেন তিনি। সেই সঙ্গে নিয়োগের জন্য মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির নিকট স্থানীয় ইউপি মেম্বরের সম্মুখে নগদ ৫ লাখ টাকা প্রদান করেন আবেদনকারী মোতমাইন হোসেন। পরবর্তীতে গত ৩০ মার্চ মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটি গোপনে আবেদনকারী মোতমাইন হোসেনকে না জানিয়ে পার্শ্ববর্তী সাপাহার উপজেলায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী মোতমাইন ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েন। এ বিষয়ে অভিযোগকারী নওগাঁর জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এ বিষয়ে ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আমাদের নজরে আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test