E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়া হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ      

২০১৫ এপ্রিল ০৬ ১৮:৫১:৫৬
কলাপাড়া হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ      

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলায় রাব্বি (দেড়মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে রবিবার রাত নয়টায় এ ঘটনা ঘটেছে। এ শিশু মৃত্যুর ঘটনায় স্বজন ও উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠলে কলাপাড়া থানা পুলিশ রাত দুইটায় নিহত শিশুর লাশ উদ্ধার করে।

সোমবার সকালে রাব্বির লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। নিহত শিশু বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামের কৃষক সবুজ হাওলাদার ও কুলসুম বেগম দম্পতির একমাত্র ছেলে। গত ২ এপ্রিল দুপুরে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

নিহত রাব্বির পিতা সবুজ হাওলাদারের অভিযোগ, রবিবার রাত নয়টার দিকে ঘুমন্ত রাব্বির শরীরে হাসপাতালের সিনিয়র নার্স ফৌজিয়া খানম ইনজেকশন পুশ করার কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ খিঁচুনি দিয়ে তাদের চোখের সামনে রাব্বি মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ ইনজেকশন পুশ করার কয়েক ঘন্টা আগেও হাস্যোজ্জল রাব্বি মায়ের কোলে ঘুমিয়ে পড়লে তাকে বেডে শুইয়ে রাখা হয়। তাদের অভিযোগ ভুল ইনজেকশন পুশ করার কারনে কিংবা ইনজেকশন পুশ করার সময় অসতর্কতার কারনে রাব্বি মারা গেছে। তাদের সামনে ইনজেকশন পুশ করলেও তারা জানতে পারেননি কি ইনজেকশন দেয়া হয়েছে। শিশুটির মৃত্যুও পরই দ্রুত হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় নার্স ফৌজিয়া খানম।

নিহতের মা কুলসুম বলেন,“ চোহের সামনে জ্যাতা পোলাডা মুহুর্তেও মধ্যে মইর‌্যা গ্যালো। নার্স আপায় কি মরইন্না ইনজেকশন দিছে হেইডা হেই কইতে পারবে। মোর সুস্থ্য পোলাডা খ্যালতে খ্যালতে ঘুমাইছে। কিন্তু হেই ঘুমাইন্না পোলাডারে কি ইনজেকশন দিছে যে লগে লগে মইর‌্যা গ্যালো।

তবে হাসপাতালে ভর্তি হওয়া একাধিক রোগী জানান, এই রোগীকে ইনজেকশন পুশ করার আগে রোগীর স্বজনদের দেখানো হয়নি। এমনকি কি ইনজেকশন দিছে তার নমুনাও দেখাতে পারেনি।

নার্স ফৌজিয়া খানমের দাবি, ডা.আঃ রহিমের চিকিৎসাপত্র অনুযায়ী রাব্বিকে “সেপ্টাজিডিম” ইনজেকশনের ৫০০ মিঃগ্রাম থেকে দুই দশমিক পাঁচ (২.৫ মিঃগ্রাঃ) পুশ করি। ইনজেকশনটি পুশ করার পরই বাচ্চাটি মারা যাওয়ার কোন কারন খুঁজে পাচ্ছেন না তিনিও।

হাসপাতালের ভর্তি রেজিষ্ট্রার ও ব্যবস্থাপত্রে দেখাগেছে, গত ৪ এপ্রিল শনিবার বিকালে নিউমোনিয়ায় (এআরআই) আক্রান্ত হয়ে ডাক্তার আঃ রহিমের তত্বাবধানে ভর্তি হয় (ভর্তি রেজিষ্ট্রার নং ২৭৭৫/১৬) শিশু রাব্বি। তার দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ‘সেপ্টাজিডিম’ সরকারি ইনজেকশন ৫০০ মিলি গ্রামের মধ্যে ২.৫ মিলিগ্রাম প্রতিদিন দুই বার দেয়ার কথা লেখা রয়েছে। যথাযথ চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠছিলো শিশুটি। কিন্তু রবিবার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আ. রহিম অফিসিয়াল কাজের জন্য ছুটিতে যাওয়ার পর ঘটে এই মৃত্যুর ঘটনা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ. রহিম বলেন শিশুটির কোন ভুল চিকিৎসা হয়নি। তবে কি কারনে মারা গেছে তা বলতে পারছেন না।

ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. গোলাম ফরহাদ বলেন, ইনজেকশন পুশ করার পর বাচ্চাটি অসুস্থ্য হয়ে পরায় শিশুর অভিভাবকরা চিকিৎসকদের অবহিত করলে মেডিকেল অফিসার শাহ আলম হুসান গিয়ে অক্সিজেনসহ প্রয়োজনী ব্যবস্থা করলেও মিনিট ১৫ পর বাচ্চাটি মারা যায়।

হাসপাতাল থেকে সরবরাহকৃত সরকারি ইনজেকশন ‘সেপ্টাজিডিম’ ৫০০ মিলিগ্রামের অর্ধেক পুশ করা হয়েছে বলে তিনি জানান।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, হাসপাতাল থেকে শিশু মৃত্যুর তথ্য পেয়ে রাতে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুর অভিভাবকরা থানায় অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা হয়েছে।

(এমকেআর/এএস/এপ্রিল ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test