E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল

২০১৫ এপ্রিল ০৬ ১৮:৫৭:২৭
কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আন্তজাাির্তক ট্রাইব্যুনালের দেওয়া জামায়াত নেতা কামারুজ্জামানদের ফাঁসির রায় বহাল রাখা ও রায় দ্রুত কার্যকর করাসহ বিএনপি জামায়াতের  অব্যহত সহিংসতার  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিমু চত্বরে এসে শেষ হয়। মিছিল থেকে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানানো হয়।

বিকেল ৬টায় শহীদ রিমু চত্বরে এক সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক প্রভাষক মহিবুল্লাহ মোড়ল, সদর শাখার সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ।

বক্তারা বলেন, জামায়াত নেতা কামারুজ্জামান একজন শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আন্তজাতিক ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল রাখায় তারা যার পর নেই খুশী। তার ফাঁসি দ্রুত কার্যকর করা হলে দেশ ও জাতি একটি কলঙ্কের হাত থেকে মুক্ত হবে। এ ছাড়া দেশে হরতাল ও অবরোধের নামে উন্নয়নের চাকা যারা বন্ধ করে দিতে চান সেই বিএনপি- জামায়াতকে উদ্দেশ্য করে তারা বলেন, জনগন তাদের ধোঁকা বাজি ধরে ফেলেছে। তাই হরতাল ও অবরোধ জনগন ব্যর্থ করে দিয়েছে।

এদিকে ফাঁসির রায় বহাল রাখার ঘোষনার পর থেকে শহরে বিজিবি , পুলিশ ও র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। দুপুরে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতা ইকরামুল কবির ও বল্লী ইউপি জামায়াতের ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামসহ ৩৮ জনকে আটক করা হয়েছে বলে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানিয়েছেন।।

(আরকে/এএস/এপ্রিল ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test