E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের সাথে সাংসদ আমজাদ হোসেন মিলনের মতবিনিময়

২০১৫ এপ্রিল ০৬ ২০:৩৯:০০
সাংবাদিকদের সাথে সাংসদ আমজাদ হোসেন মিলনের মতবিনিময়

তাড়াশ (সিরাজগঞ্জ):বস্তুনিষ্ট সাংবাদিকতা ও তাড়াশের সার্বিক উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সোমবার মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন সিরাজগঞ্জ-৩ তাড়াশ- রায়গঞ্জ - সলংগা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন।

তাড়াশ উপজেলা পরিষদে সংসদ সদস্যর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ।

কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক ও চলনবিল সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি এম. মামুন হুসাইন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মির্জা আব্দুর রব বুলবুল, সাধারন সম্পাদক মির্জা ফারুক আহমেদ প্রমুখ।

সংসদ সদস্য নির্বাচিত হবার পর প্রথম তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেন, তাড়াশের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সংবাদ পরিবেশনের সময় বস্তুনিষ্ঠতা অবম্বলন করা দরকার। তাড়াশ একটি সমস্যা বহুল অবহেলিত জনপদ। মানুষের দুঃখ-দুর্দশা দুর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের প্রধান লক্ষ্য। তার লক্ষ্য পুরণে আমি আপনাদের সাথে মিলিত হয়ে কাজ করতে চাই। তাড়াশের উন্নয়নে আপনারদের প্রজেভিট ভুমিকা পালন করতে হবে। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আপনাদের পাশে পেতে চাই।

তিনি আরও বলেন, আপনাদের সংবাদের মাধ্যমে তাড়াশের সার্বিক উন্নয়ন যাতে ত্বরাম্বিত হয় সেদিকে লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করার আহবান জানান।

তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন, এম মামুন হুসাইন, সনাতন দাশ, আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

(এমএমএইচ/এসসি/এপ্রিল০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test