E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

২০১৫ এপ্রিল ০৬ ২১:১৩:০৪
অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড


শেরপুর প্রতিনিধি :শেরপুরে নারী অপহরণ ও ধর্ষণ মামলার এক রায়ে নজরুল ইসলাম (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। ওই রায়ে অপর ৩ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইদুর রহমান খান এ সাজার রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার তাকুয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী ইনুয়া বেগমকে ২০০৬ সালের ৫ ডিসেম্বর নজরুল ইসলাম ও তার সহযোগীরা রাতের আঁধারে জোরপূর্বক অপহরণ করে। তারা তাকে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে আটকে রেখে টানা তিন দিন পালাক্রমে ধর্ষণ করে।

পরে ধর্ষণকারিদের হাত থেকে পালিয়ে গিয়ে ইনুরা বেগম নিজে বাদী হয়ে শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ নজরুল ইসলাম, কুদ্দুস মিয়া, ভূট্টু মিয়া ও আব্দুস সালামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘ ৯ বছর মামলা চলার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোমবার অভিযুক্ত নজরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং সমাজে নারী নির্যাতনের ঘটনা রোধে এ রায় ভুমিকা রাখবে।


(এইচবি/এসসি/এপ্রিল০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test