E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে ইংরেজী পরীক্ষায় ১৪জন পরীক্ষার্থী বহিস্কার

২০১৫ এপ্রিল ০৬ ২১:১৯:৪৫
তাড়াশে ইংরেজী পরীক্ষায় ১৪জন পরীক্ষার্থী বহিস্কার

তাড়াশ (সিরাজগঞ্জ):তাড়াশে এইচএসসি বিএম শাখার ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্র এবং কৃষির খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষায় তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে থেকে নকল করার দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্র সুত্রে জানাযায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সোমবার কারিগরি কলেজ বিএম শাখার ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বিএম শাখা থেকে ১০জন, জেআই টেকনিক্যাল কলেজ বিএম শাখা কেন্দ্র থেকে ২জন, শামীমা জাফর কৃষি ইনস্টস্টিুয়েট কেন্দ্র থেকে খাদ্য ও পুষ্টি বিষয়ের পরীক্ষায় ২জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান কেন্দ্র পরিদর্শনে এসে নকল করার দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিস্কার করেন। তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করার ঘটনায় আলোড়ন সৃষ্ঠি হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা ১৪জন পরীক্ষার্থীর বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


(এমএমএইচ/এসসি/এপ্রিল০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test