E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আ’লীগ নেতার চিকিৎসা জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন

২০১৫ এপ্রিল ০৬ ২১:২৫:৩৭
আ’লীগ নেতার চিকিৎসা জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন

নাটোর প্রতিনিধি:নাটোরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ত্যাগী আওয়ামীলীগ নেতা স্বপন কুমার দেব (৫৫) তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তার আবেদন করেছেন। নাটোর জজকোর্টের  আইনজীবি স্পেশাল পিপি শাজাহান কবীরের আইনজীবি সহকারী পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার দেব সম্প্রতি দুরারোগ্য ব্যাধি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন। শহরের নিচাবাজারস্থ নিজ বাসভবনে তিনি শয্যাশায়ী রয়েছেন।

স্বপন দেবের স্ত্রী কৃষ্ণা রানী জানান, আইনজীবি সহকারীর আয়ে তাদের ২ মেয়ে ও ১ ছেলের সংসার চলেছে। এখন াায় নেই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা। তিনি আক্ষেপ করে জানান ,ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর দলের স্থানীয় নেতা-কর্মীদের কেউ খোঁজ নিতেও আসেনি। প্রতিবেশী হওয়ায় পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা ও প্রয়াত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী জলি খোঁজ নিতে তাদের বাড়িতে আসেন। বর্তমানে অর্থ সংকটের কারনে স্বামীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারছেননা তারা। তিনি তার স্বামীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তার আবেদন জানান।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, ৭৫’পরবর্তী সময়ে দলের অধিকাংশ নেতা-কর্মী গা-ঢাকা দেয়। এসময় স্বপন ঝুঁকি নিয়ে দলের প্রচার-প্রচারানা চালিয়েছেন। স্বপন দেব ছিলেন স্বাধীনতা পরবর্তী শহর যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং অধুনালুপ্ত জেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। দলের কাউন্সিল অনুষ্ঠিত হলেও পুর্নাঙ্গ কমিটি এখনও ঘোষনা করা হয়নি।

সে জেলা পুজা উদযাপন পরিষদের শহর কমিটির সাধারন সম্পাদক ছিলেন । স্বপন দেব পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর তার সাথে দেখা করতে আসেননি কেউ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা করা হলে স্বপন দেব সুস্থ হয়ে উঠবে। কিন্ত অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। তিনি প্রধানমন্ত্রী সহ দলের সকল পর্যায়ের নেতা ও সহৃদয় ব্যক্তিদের স্বপনের চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানান।


(এমআর/এসসি/এপ্রিল০৬,২০১৫)


পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test