E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে চলছে ইজিবাইকের মাধ্যমে বিদ্যুত চুরি

২০১৪ মে ১৩ ১৫:০০:১০
শ্রীমঙ্গলে চলছে ইজিবাইকের মাধ্যমে বিদ্যুত চুরি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে বিদ্যুত চুরির মহোৎসব। অথচ লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও দৃষ্টি নেই কর্তৃপক্ষের। এমনকি বিষয়টি পুলিশ প্রশাসন অবগত থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না।

ইজিবাইক মালিকরা অবৈধভাবে বিদ্যুত চুরি করে ব্যাটারি চার্জ দিচ্ছেন এবং ওই ব্যাটারি ব্যবহার হচ্ছে বাইকে। এতে চুরি করা হচ্ছে ২ হাজার মেগাওয়াট বিদ্যুত। শহরে ইজি বাইকের সংখ্যা ২ হাজারেরও বেশি। শহরের যত্রতত্র স্ট্যান্ড করে বাইক রাখা হচ্ছে। এতে যানজট বেড়েছে। সাধারণ পথচারীদের দুর্ভোগ এবং দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে।

শহরবাসী বলছেন, এই দুর্নীতি আর অসুবিধার কথা কাকে জানাবো? ইতোমধ্যে একাধিক স্থানীয় ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো পৌর প্রশাসন ও ট্রাফিক বিভাগের মধ্যে চলছে রশি টানাটানি।

পৌর কর্তৃপক্ষ বলছে, বাইকের বিষয়টি ট্রাফিক বিভাগের দেখার বিষয়। আর ট্রাফিক বিভাগ বলছে, যেহেতু ইজিবাইকের ইঞ্জিন নেই, এটা ব্যাটারিচালিত, তাই বিষয়টি তাদের নজরে পড়ছে না। শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ অবশ্য বাইকের ট্রেড লাইসেন্স প্রদান করে নীতিমালার ভেতর নিয়ে আসার কথা চিন্তা করছে। এদিকে শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে বাইকের অবৈধ স্ট্যান্ড। আর অদক্ষ চালকের হাতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পৌর শহরের যানজটের অন্যতম প্রধান কারণ এ ইজিবাইক।

এসব গাড়িচালকের নেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স। ফলে অদক্ষতার সঙ্গে গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তবে শুধু যানজট নয় শ্রীমঙ্গল পৌরবাসীর বিদ্যুত বিভ্রাট নিয়ে চরম ভোগান্তির অন্যতম কারণও এই বাইক। পৌর শহরসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য বাইকের গ্যারেজ। এসব গ্যারেজে বাইকের সঠিক তথ্য প্রশাসনের কাছে নেই বললেই চলে।

শ্রীমঙ্গল নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মুছাদ্দিক আহমদ জানান, ইজিবাইকের সংখ্যা ২ হাজার থেকে ৩ হাজার হবে। এসব গ্যারেজেই ইজিবাইকের শক্তিশালী ব্যাটারি চার্জ করতে বিদ্যুত চুরি করা হচ্ছে। আর দিন দিন বাড়ছে বাইকের সংখ্যা। তিনি বলেন, মাঝে-মধ্যে থানা পুলিশ কিছু অবৈধ যান আটক করতে দেখা গেলেও অদৃশ্য কারণে পরক্ষণেই আবার সেগুলো ছেড়ে দিতে দেখা যায়।

শ্রীমঙ্গল আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের আফসার আহমদ ও আবু সোলাইমান মুন্না জানান, প্রতিটি ইজিবাইকের গ্যারেজে একটি লোক দেখানো বৈধ মিটার রয়েছে। প্রতিটি মিটারের সাহায্যে বাইকের ব্যাটারি পুরোপুরি চার্জ করতে ৩ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এদিকে প্রতিটি গ্যারেজে গড়ে গাড়ির সংখ্যা ৫০ থেকে ৬০টি। উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভার প্যানেল মেয়র হেলনা চৌধুরী মুঠোফোনে বলেন, ইজিবাইকগুলো বেপরোয়া চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

(জেএ/এটি/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test