E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘুর জমি থেকে জোর করে বাঁশ কাটার অভিযোগ

২০১৫ এপ্রিল ০৭ ১৬:৩৬:৩২
সংখ্যালঘুর জমি থেকে জোর করে বাঁশ কাটার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি :  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নওগাঁর রানীনগরে সংখ্যালঘূর জমি থেকে জোড় করে বাঁশ কাটছে প্রতিপক্ষ জয়নুল আবেদীন ও আনছার আলী গং। গত দু’দিন ধরে তারা ওই জমি থেকে বিপুল সংখ্যক বাঁশ কেটে নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্ডারা গ্রামের সংখ্যালঘু বলরাম চন্দ্র পালের কেনা দীর্ঘদিনের ভোগদখলীয় পুকুরসহ জমি নিজেদের দাবি করে একই গ্রামের প্রভাবশালী জয়নুল আবেদীন, ওয়াসিম (কালু) ও আনছার আলী জবরদখলের চেষ্টা করে। এব্যাপারে আদালতে মামলা (নং-৫৩/২০১৪) দায়ের হলে গত ১০-০২-১৫ তারিখে আদালত নালিশী সম্পত্তিতে নিষেধাজ্ঞা শুনানী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্ত সে নির্দেশকে অমান্য করে জয়নুল গং সংখ্যালঘুর ওই জমি জবরদখলের জন্য সোমবার ও মঙ্গলবার জোড় করে ওই বিবাদমান জমি থেকে প্রায় অর্ধশতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। এব্যাপারে রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আইন-শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ কাউকে করতে দেয়া হবেনা।

(বিএম/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test