E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝড়ে স্কুল ভেঙ্গে যাওয়ার খোলা আকাশের নিচে পাঠদান!

২০১৫ এপ্রিল ০৭ ১৭:৩২:৪৮
ঝড়ে স্কুল ভেঙ্গে যাওয়ার খোলা আকাশের নিচে পাঠদান!

নওগাঁ প্রতিনিধি : শনিবারের ঝড়ে নওগাঁর রাণীনগর উপজেলার পোঁওয়াতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের তিনটি টিনের ঘর ভেঙ্গে গেছে। তিন দিনেও ঘরগুলো নির্মাণ করতে না পারায় ১২০ জন শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে তীব্র রোদের মধ্যে চলছে পাঠ দান। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অবিভাবকগণ, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা বলেন, এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়াও তারা ভবনটি নির্মাণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকা পোঁয়াতাপাড়া গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা না থাকা ও বর্ষা মৌসুমে চলাচলের সম্পন্ন অনুপোযোগী হওয়ায় ১৯৯৬ সালে ওই গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রথমে গ্রামের সাধারণ মানুষের অর্থে ঘর নির্মাণ করে শুরু হয় শিক্ষা কার্যক্রম। শনিবার সন্ধ্যায় ঝড়ে তিনটি ঘরই ভেঙ্গে যায়। ঘরের মধ্যে থাকা টেবিল, চেয়ার ও বেঞ্চগুলো ভেঙ্গে গেছে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থী ফারজানা, জান্নাতুন, শৈকত হোসেন জানান, আগামী ২২ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা। বিদ্যালয়ের ঘরগুলো ভেঙ্গে যাওয়ায় তাদের খোলা আকাশের নিচে মাঠের মধ্যে পড়াশুনা করতে হচ্ছে। আশেপাশে কোন গাছ না থাকায় দুপূরে প্রচন্ড গরমের মধ্যে তাদের অসুবিধায় পরতে হচ্ছে। শিক্ষার্থীদের অবিভাবক হেলাল উদ্দিন, আশরাফ, ফারুক হোসেনসহ অনেকে জানান, ঘরগুলো ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চায় না। ঘরগুলো নির্মাণ করা না হলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত হচেছ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা সুলতানা জানান, গত বছর বিদ্যালয়টি জাতীয় করণ হলেও ভবন নির্মাণ করা সম্ভব না হওয়ায় টিনের ঘরেই পাঠ দান করা হচ্ছিল। এমতাবস্থায় ঝড়ে ঘরগুলো ভেঙ্গে যাওয়ায় ১২০ জন শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠ দান করতে হচ্ছে। তিনি আরো জানান, অনেক আগে থেকে ভবন নির্মাণের দাবি জানালেও উর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু আশ্বাস প্রদান করেন। আগামী ২২ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথায় পরীক্ষা নেয়া হবে তা জানা নাই তার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হবিবুর রহমান হবি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত জানানো হয়েছে। দ্রুত ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান জানান, ভেঙ্গে যাওয়া বিদ্যালয়টি দেখে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারি জানান, ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্যে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো আছে। দ্রুত ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(বিএম/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test