E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে ঝড়ে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড

২০১৫ এপ্রিল ০৭ ১৭:৪৯:৪১
নন্দীগ্রামে ঝড়ে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ঘন্টাব্যাপি টর্নেডো ঝড়ের তাণ্ডবে উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রাচীর থেকে শুরু করে ছাউনী, বারান্দা, ভবন বিধ্বস্ত হয়েছে। এরমাঝেও খোলা আকাশের নিচে ও গাছ তলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল পৌনে ৬টার দিকে এউপজেলায় টর্নেডোর ঝড় ওঠে। ঘন্টাব্যাপি টর্নেডোর তাণ্ডবে উপজেলার প্রায় ৫হাজার বাড়িঘর, লক্ষাধিক গাছপালা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

সূত্রমতে, উপজেলার ইসলামপুর ভূস্কুর আলীম মাদ্রাসা, কুন্দারহাট উচ্চ বিদ্যালয়, কাথম সৈয়দ জুমুল দেওয়ান বালিকা মাদ্রাসা, ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসা, ধুন্দার উচ্চ বিদ্যালয়, দমদমা দাখিল মাদ্রাসা, বুড়ইল উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজ, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়, সতীশ চন্দ্র কারিগরি স্কুল এণ্ড বিএম কলেজ, কড়ইহাট ডিগ্রী কলেজ, থালতামাঝগ্রাম উচ্চ বিদ্যালয়, সিংজানী ডিএস আলীম মাদ্রাসা, দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, পেংহাজারকি উচ্চ বিদ্যালয়, মাটিহাঁস নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, গুলিয়া কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, সাড়া দাখিল মাদ্রাসা, রনবাঘা উচ্চ বিদ্যালয়, ঢাকুইর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারিয়া প্রাথমিক বিদ্যালয়, ধুন্দার প্রাথমিক বিদ্যালয়, কাথম প্রাথমিক বিদ্যালয়, ডুবাটেকর প্রাথমিক বিদ্যালয়, তেঘরি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, দোহার প্রাথমিক বিদ্যালয়, চণ্ডিপুর প্রাথমিক বিদ্যালয়, দলগাছা প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোর আঘাতে অধিকাংশ প্রতিষ্ঠানের গেটভিম, ছাউনী, শেনীকক্ষ, অফিসরুম, ফ্লাগস্ট্যান, বিদ্যালয় নির্দেশনা বোড ক্ষতিগ্রস্ত হয়।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন ও প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত প্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গাছ তলায় ও খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানের চিত্র দেখা গেছে। কাথম জুমুল দেওয়ান বালিকা মাদ্রাসার কয়েকজন শিক্ষাথী জানান, টর্নেডোর ঝড়ে তাদের প্রতিষ্ঠানের ইটের গেটভিম, প্রাচীর, ছাউনী, শ্রেণীকক্ষ ও শিক্ষকদের অফিস সম্মুর্ণভাবে ভেঙে পড়েছে। এছাড়া বেশকয়েকটি শ্রেণীকক্ষের টিনের ছাউনী ঝড়ের প্রকটে উড়ে গেছে।

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম জানান, টনের্ডোর তাণ্ডবে বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ৩টি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত প্রতিষ্ঠান গুলোতে আপতত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। একপ্রশ্নের উত্তরে তিনি বলেন, বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবারে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা পাঠানো হয়েছে। তবে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।

(এমএনআই/এএস/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test