E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ৩ ঘরে ডাকাতি, আটক ২

২০১৫ এপ্রিল ০৮ ১২:৫৫:৩৫
রায়পুরে ৩ ঘরে ডাকাতি, আটক ২

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক বাড়ীর তিন ঘরে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুর থানায় ৮ জনকে আসামী করে ক্ষতিগ্রস্থ মো. মোহসীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সকালে পুলিশ মামলা আসামী উত্তর কেরোয়া গ্রামের মো. সোহেল ও মো. রাশেদ নামের দু’জনকে গ্রেফতার করে।

সোমবার রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্বচপাতা গ্রামের চৌনুর বাড়ীতে এক সাথে থাকা তিনটি ঘরে ১০-১২জন ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে ঘরের ভিতরের লোকজনকে বেঁধে পেলে। এসময় ডাকাত দলেরা নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, ৭টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ মোহসীন বাদী হয়ে ৮ জনকে আসামী করেন থানায় মামলা দায়ের করেন।
রায়পুর থার ওসি একেএম মনজুরুল হক আখন্দ মামলা কথা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত দু’জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। ডাকাতি হওয়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।

(এমআরএস/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test