E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে পিসিভি ও আইপিভি ভ্যাকসিন সংযোজনে অ্যাডভোকেসী সভা

২০১৫ এপ্রিল ০৮ ১৮:২০:২৬
নান্দাইলে পিসিভি ও আইপিভি ভ্যাকসিন সংযোজনে অ্যাডভোকেসী সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পিসিভি এবং আইপিভি ভ্যাকসিন সংযোজন উপলক্ষে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর আলম।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, অফিসার ইন চার্জ সৈয়দ আবদুল্লাহ, নান্দাইল এডিপি ম্যানেজার অনিল চিসিম, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ ও প্রেসক্লাব সভাপতি হান্নান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমুখ।

সভায় পিসিভি (নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন) এবং আইপিভি (ইন অ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন) সংযোজন তথা ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতির উপর বিশদ আলোচনা হয়। উপস্থিত সবাইকে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেয়ার আহবান জানানো হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুদ্দোজা ও ইপিআই টেকনেশিয়ান আব্দুর রাশিদ।

অ্যাডভোকেসী সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা, সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

(এপি/এএস/এপ্রিল ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test